00:00
00:00
এবার ৪ দিনেই কোটি! ব্যাচেলর পয়েন্ট টিমের নতুন রেকর্ড
জনপ্রিয়তার নতুন সংজ্ঞা রচনা করছে ব্যাচেলর পয়েন্ট টিম। ধারাবাহিক এই নাটকের গ্রহণযোগ্যতা প্রতিনিয়ত বিস্ময়কর হারে বেড়ে চলেছে। গত রোজার ঈদে নাটকটির একটি বিশেষ পর্ব প্রচারিত হয়। সেটার নাম ‘ব্যাচেলরস রমজান’। সেটি মাত্র ৬ দিনে ১ কোটি ভিউয়ার্সের রেকর্ড গড়েছিল। এর আগে কোনো বাংলা নাটক এত কম সময়ে ১ কোটির সীমানা অতিক্রম করতে পারেনি।