00:00
00:00
নিষেধাজ্ঞা শেষ হলেও প্রণোদনার চাল পাননি ভোলার জেলেরা
সাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা এক সপ্তাহ আগে শেষ হয়েছে। অথচ এখনো ভোলার জেলেরা তাদের প্রণোদনার চাল পাননি। তারা কবে নাগাদ চাল পাবেন সে ব্যাপারে খোদ মৎস্য বিভাগও কিছু বলতে পারছে না। আদৌ পাবেন কিনা সে বিষয়েও সংশয় রয়েছে জেলেদের।