00:00
00:00
মালিবাগ লেভেল ক্রসিংয়ের চারটি ব্যারিয়ারই অকেজো
রাজধানীর প্রগতি সরণির ব্যস্ততম সড়কের মালিবাগ লেভেল ক্রসিংয়ের চারটি ক্রসিং প্রতিবন্ধক (ব্যারিয়ার) বা গেটই অনেকটা অকেজো। এর মধ্যে একটি ব্যারিয়ার পুরোপুরি নষ্ট। আর বাকি তিনটি ব্যারিয়ারের অর্ধেক অংশই নেই। ফলে ট্রেন আসার সিগনাল দেওয়ার পর গেট আটকে রাখা হলেও সিএনজিচালিত অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেলের চলাচল রোধ করা যায় না।