00:00
00:00
কুস্তিতে মিলল গেমসের আমেজ
গেমস ভিলেজের পাশেই কুস্তির হল। কোনিয়া টেকনিক্যাল ইউনিভার্সিটি স্পোর্টস হলে প্রবেশ করতেই শোরগোলের শব্দ। ম্যাটে তুরস্কের কুস্তিগীররা লড়ছেন আর বাইরে উৎসাহ দিচ্ছেন দর্শকরা। অনেক বৃদ্ধকেও দেখা গেল উত্তেজনায় দাড়িয়ে পড়তে।