00:00
00:00
দল থেকে বাদ পড়েই স্ত্রীকে নিয়ে মালদ্বীপে শান্ত
সুযোগের পর সুযোগ পেয়েছেন। কিন্তু বারবারই ব্যর্থ! তিনি ভবিষ্যতে আলো ছড়াবেন এই ভেবে আস্থা হারায়নি বোর্ড। কিন্তু আস্থার প্রতিদান আর দেওয়া হলো কোথায়? টানা ব্যর্থতার পর দিনকয়েক আগেই শুনেন দুঃসংবাদ। এশিয়া কাপের জন্য ঘোষিত বাংলাদেশ দলে নেই নাজমুল হোসেন শান্ত। দল থেকে বাদ পড়েই সময়টা কাজে লাগালেন এই ওপেনার। স্ত্রীকে নিয়ে চলে গেলেন অনিন্দ্য সুন্দর দেশ মালদ্বীপে!