00:00
00:00
খেলা দেখতে পারলেন না ফাইনালের সেরা কৃষ্ণার মা
সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বড় বোন কৃষ্ণার জন্য ভাল খেলার জন্য উপোস ব্রত পালন করেছিল ছোট ভাই পলাশ। তবে বাড়িতে বিদ্যুৎ না থাকায় মেয়ের জোড়া গোল দেখতে পারিনি মা নমিতা রাণী। কৃষ্ণার জোড়া গোলে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপ জিতে যাওয়ার আনন্দ ছুঁয়ে গেছে কৃষ্ণার গ্রামের বাড়িসহ পুরো জেলাজুড়ে। এদিকে দেশে আসার পরই তাকে প্রশাসন, বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি উদ্যোগে সংবর্ধনার দেয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে।
বিস্তারিত : https://www.dhakapost.com/sports/football/142768