00:00

00:00

দাপুটে জয়ে শুরুতেই বাংলাদেশ-ভারতকে পেছনে ফেলল পাকিস্তান

দুই দলের র‍্যাঙ্কিংয়ের ফারাকটা ১৭ ধাপের। আইসিসি র‍্যাঙ্কিংয়ের ২৫তম দল মালয়েশিয়ার বিপক্ষে ৭-এ থাকা পাকিস্তান যে জিতবে, বিষয়টা অনুমিতই ছিল। মাঠের খেলায় সেটাই করে দেখিয়েছেন বিসমাহ মারুফরা। মালয়েশিয়াকে ৫৭ রানে রুখে দিয়ে তুলে নিয়েছেন ৯ উইকেটের বিশাল জয়। ১১ ওভার বাকি থাকতে এসেছে এই জয়, ফলে নেট রান রেটের হিসেবেও নিজেদের ভালোভাবেই এগিয়ে রাখল পাকিস্তান।

বিস্তারিত : https://www.dhakapost.com/sports/cricket/145040

বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন