ত্রিপুরার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাপা নেতা বাবলার সাক্ষাৎ

বাংলাদেশ সফরত ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রাম প্রসাদ পালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সার্ক কালচারাল সোসাইটির চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা।
মঙ্গলবার (১ মার্চ) বিকেলে রাজধানীর হোটেল কন্টিনেন্টালে এই দুইজনের মধ্যে সাক্ষাৎ হয়।
সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে সৈয়দ আবু হোসেন বাবলা ঢাকা পোস্টকে বলেন, এটি একটি সৌজন্য সাক্ষাৎ। এখানে রাজনৈতিক কোনো বিষয়ে আলোচনা হয়নি। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের বিশেষ করে ত্রিপুরা রাজ্যের অবদানের জন্য আমরা ধন্যবাদ জানিয়েছি।
করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশকে প্রথম ভ্যাকসিন উপহার দিয়ে পাশে দাঁড়ানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে বলে জানান বাবলা।
বাবলা জানান, সাক্ষাৎকালে রাম প্রসাদ পাল বলেন- বাংলাদেশের বন্ধুপ্রতীম রাষ্ট্র ভারত। এই সম্পর্ক বজায় রাখতে দু-দেশের রাষ্ট্র প্রধানরা ঐক্যবদ্ধভাবে কাজ করছে। ভবিষ্যতে এ সম্পর্ক আরও দূঢ় হবে বলে আশা করছি।
এ সময় উপস্থিত ছিলেন সার্ক কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক সাংবাদিক সুজন দে।
এএইচআর/আইএসএইচ