তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম কিরণ, সুনামগঞ্জ জেলা মহিলা দলের সাবেক সভাপতি মদিনা আক্তার এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা মহিলা দলের সাবেক সহ-সভাপতি শাহনাজ খাতুনের বহিষ্কার আদেশ প্রত্যাহার নিয়েছে দলটি।
শুক্রবার (৪ মার্চ) বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত থাকার অভিযোগের প্রেক্ষিতে এ তিন নেতাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। নির্দেশক্রমে সেই বহিষ্কারাদেশগুলো প্রত্যাহার করা হয়েছে।
এএইচআর/এসএসএইচ