আ.লীগ-বিএনপির ওপর মানুষ বিরক্ত: জিএম কাদের

আওয়ামী লীগ বা বিএনপি নয়, আগামী দিনে দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় দাবি করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন দুর্নীতি, দুঃশাসন, দলীয়করণের কারণে দল দুটির ওপরে মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। আওয়ামী লীগ ও বিএনপির ওপর দেশের মানুষ বিরক্ত।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কুড়িগ্রাম জজ কোর্টের সাবেক অতিরিক্ত পিপি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এমদাদুল হক জিএম কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন।
জিএম কাদের বলেন, মানুষ চায় জাতীয় পার্টি আরও শক্তিশালী হয়ে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করুক। কারণ এরশাদের শাসনকালে দেশে দুর্নীতি, টেন্ডারবাজী ও দলীয়করণ ছিল না। জাতীয় পার্টির শাসন মানেই উন্নয়ন ও সুশাসন বলে দাবি করে তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগেই দলকে আরও শক্তিশালী করতে নেতা-কর্মীদের কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা জাতীয় যুব সংহতির সিনিয়র সহসভাপতি মো. ফরিদ পাটেয়ারী, রাজীবপুর উপজেলা ছাত্র সমাজ সভাপতি নাজিমুদ্দৌলা, জাতীয় পার্টি উলিপুর পৌর সভাপতি রফিকুল আলম ও জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় এনজিও বিষয়ক সম্পাদক মোস্তফা সুমন প্রমুখ।
এএইচআর/ওএফ