মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বিএনপি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাব চত্বরে মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বিএনপি। দুই দিনব্যাপী এই আয়োজন আগামীকাল ২৪ মার্চ পর্যন্ত চলবে সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত।
আজ বুধবার দুপুরে মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্রপ্রদর্শনের উদ্বোধন ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বইমেলার প্রথম দিনে দেশাত্মবোধক গান, বাউল গান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। পরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানকে নিয়ে বাউল গান পরিবেশন করা হয়।
বাউল গান শেষে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা এবং দলীয় সঙ্গীতের সাথে দলীয় পতাকা উত্তোলন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও আমির খসরু মাহমুদ চৌধুরী।
পতাকা উত্তোলন শেষে বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। এরপর মেলার প্রধান অতিথি খন্দকার মোশাররফ হোসেন বিশেষ অতিথিদেরকে নিয়ে বইমেলা পরিদর্শন করেন।
পাঠকের জন্য ১ হাজার ৩ শ মুক্তিযুদ্ধের বই নিয়ে এই মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। পাশাপাশি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানসহ মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি সম্বলিত চিত্রও মেলায় প্রদর্শন করা হয়েছে।
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও আমির খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল উপস্থিত ছিলেন।
এএজে/এনএফ