মির্জা ফখরুল-মোশাররফের সঙ্গে সাক্ষাৎ বিএনপির নতুন দুই নেতার

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদ্য মনোনীত দুই সদস্য তারিকুল ইসলাম তেনজিং ও সাত্তার পাটোয়ারী দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে বনানী ও গুলশানে দুই নেতার বাসায় গিয়ে সাক্ষাৎ করেন সদ্য মনোনীত এ দুই নেতা।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সঙ্গে সাক্ষাৎ করে দোয়া নিয়েছেন সদ্য মনোনীত হওয়া নির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম তেনজিং ও সাত্তার পাটোয়ারী।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (২২ মার্চ) বিএনপির সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদকে দপ্তর থেকে সরিয়ে সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক করা হয়। আর স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের এ দুই নেতাকে নির্বাহী কমিটির সদস্য মনোনীত করে বিএনপির কেন্দ্রীয় দপ্তরে সংযুক্ত করা হয়।
এএইচআর/এসএসএইচ