প্রধানমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জাপা চেয়ারম্যান

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কার্ড পাঠিয়েছেন বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
মঙ্গলবার (১২ এপ্রিল) জাপা চেয়ারম্যানের একান্ত সচিব প্রধানমন্ত্রীর দফতরে নববর্ষের শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।
জাপার চেয়ারম্যান প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চেয়ারম্যানের একান্ত সচিব অ্যাডভোকেট আবু তৈয়ব হাত থেকে বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজু।
এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূইয়া ও জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মমতাজ উদ্দিন উপস্থিত ছিলেন।
এএইচআর/এমএইচএস