সরকারের নিপীড়নে দেশ আজ মৃতপ্রায় : নজরুল ইসলাম খান

সরকারের অত্যাচার-নির্যাতন ও নিপীড়নে দেশ আজ মৃতপ্রায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, অথচ আমরা একাত্তর সালে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিলাম দেশের এমন পরিস্থিতি জন্য নয়। এমন রাষ্ট্র আমরা চাইনি। আজকে দেশকে বসবাসের অযোগ্য করে তোলা হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এসব কথা বলেন তিনি। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বিএসএমএমইউ শাখার উদ্যোগে এ ইফতার মাহফিল হয়।
নজরুল ইসলাম খান বলেন, সরকার কথায় কথায় উন্নয়নের কথা বলে। কিন্তু করোনা মহামারির মধ্যে নতুন ১২ হাজার লোক কোটিপতি হয়েছে। প্রকৃতপক্ষে তাদের উন্নয়ন হয়েছে। অন্যদিকে দেশের সাড়ে তিন কোটি লোক নতুনভাবে দরিদ্র হয়েছে। তাদের তো কোনো উন্নয়ন হয়নি। এ সরকার তাদের নয়।
বিএসএমএমইউ ড্যাবের সভাপতি ডা. মো. ইরফানুল হক সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. শেখ ফরহাদের পরিচালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. আব্দুস সালাম প্রমুখ।
এএইচআর/ওএফ