আজকের সর্বশেষ
- ফেব্রুয়ারির সেরা ভ্যাট সংগ্রাহক স্টার কাবাব
- তাদের প্রেমে পড়লেই সব শেষ
- মালয়েশিয়ার উপমন্ত্রীর নিউজিল্যান্ডে ছুটি কাটানো নিয়ে প্রশ্ন
- চতুর্থ দফা বাড়ল প্রাথমিকের উপবৃত্তির তথ্য এন্ট্রির সময়
- খোয়াই নদের ওপর নড়বড়ে ২ সেতু এখন আতঙ্ক
- মুশতাকের ঘটনা স্বাভাবিক বলে মানা যায় না : সেলিম
- করোনায় ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৩৫
- ম্যাচ স্থগিত হলেও সিরিজ খেলতে চায় আয়ারল্যান্ড উলভস
- যাত্রীবাহী বাসে ঢাকায় আনা হচ্ছিল ৩৫ মণ বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি
- ৩ শতাধিক গর্ভবতী শ্রমিককে সম্মাননা
- ফিঞ্চের ব্যাটে সিরিজে সমতা আনল অস্ট্রেলিয়া
আগুনে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীকে দেখতে গেছেন ইশরাক
২৩ ফেব্রুয়ারি ২০২১, ০২:১৬

কুমিল্লা পট্টি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় সম্বল হারানো মানুষদের সঙ্গে দেখা করেছেন ইশরাক
রাজধানীর মানিকনগরের কুমিল্লা পট্টি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সহায় সম্বল হারানো মানুষদের সঙ্গে দেখা করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের হাতে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তুলে দেন। সোমবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বিএনপির এ নেতা।
অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত এবং অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ইশরাক বলেন, আগুনে প্রায় ২০০ পরিবারের ক্ষতি হয়েছে। ঘরবাড়ি হারিয়ে অসহায় হয়ে পড়া মানুষগুলো গতকাল থেকেই খোলা আকাশের নিচে দিনযাপন করছেন।
ঘটনার দুইদিন পার হলেও বস্তিবাসীর জন্য সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা দেওয়া হয়নি বলে দাবি করেন ইশরাক। তিনি বলেন, গতকাল বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে কোনো ধরনের সহযোগিতা, এমনকি প্রয়োজনীয় খাবার সামগ্রীও সরবরাহ করা হয়নি। সরকার বাংলাদেশকে উন্নয়নের দিক থেকে সুইজারল্যান্ড বানাচ্ছে বারবার এমন কথা বললেও, বাস্তবে যেকোনো দুর্ঘটনায় মানুষের থাকতে হয় খোলা আকাশের নিচে।
বিএনপির এ নেতা বলেন, এখন পর্যন্ত মানুষগুলো কেন খোলা আকাশের নিচে দিন-রাত কাটাচ্ছে, সরকার এর জবাব কি দেবে। এ সময় স্থানীয় বিএনপির কাউন্সিলর শামসুল হুদা কাজলসহ দলের অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রোববার বিকেল ৩টা ২০ মিনিটে কুমিল্লা পট্টি বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এএইচআর/এমএইচএস
রাজনীতি এর সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়

মোটরসাইকেল বিষয়ে পুলিশ সদস্যদের ওপর নতুন নিষেধাজ্ঞা

ফেসবুক ভেরিফায়েড করবেন যেভাবে

খাদের কিনারে আরেক লিজিং প্রতিষ্ঠান, পদত্যাগ চাচ্ছেন এমডি

প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য সোহাগ

দুবাইয়েও আছে শ্রমের বাজার, বিক্রি হন বাংলাদেশিরা

রিট খারিজ, ৪৮ হাজার শিক্ষককে যেতে হবে প্রশাসনিক ট্রাইব্যুনালে
