মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ আজ অচেনা : প্রিন্স

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবির) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, এখনকার ও অতীতের ক্ষমতাসীনরা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে সাম্প্রদায়িকতাকে লালন পালন করেছে। সাম্প্রদায়িকতাকে ক্ষমতার অন্যতম খুঁটি হিসাবে ব্যবহার করেছে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ আজ অচেনা।
রোববার (১৭ জুলাই) সন্ধ্যায় পুরানা পল্টন মোড়ে সিপিবির অফিসের সামনের সড়কে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। নড়াইলে সংখ্যালঘুদের বাড়িতে অগ্নিসংযোগ, লুট, হামলার প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে শেষে একটি মিছিল পল্টন মোড় হয়ে ঘুরে আবার সিপিবির অফিসের সামনে গিয়ে শেষ হয়।
সমাজে সাম্প্রদায়িকতা খুঁটি গেড়ে বসেছে উল্লেখ করে প্রিন্স বলেন, একে ব্যবহার করা হচ্ছে ব্যক্তি, গোষ্ঠী ও ক্ষমতার স্বার্থে। এই অপশক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ায় এবং ঘটনার সঙ্গে জড়িত ও মদতদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়ায় এই প্রবণতা বেড়েই চলেছে। এর দায় সরকারকেই নিতে হবে। চলমান দুঃশাসন এইসব ঘটনাকে জিইয়ে রাখছে। এর বিরুদ্ধে জনগণের ঐক্য ও আন্দোলন গড়ে তুলতে হবে।
সাম্প্রদায়িক অপশক্তি ও চলমান দুঃশাসনের অবসান ঘটাতে যার যার অবস্থান থেকে রাজপথে সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান প্রিন্স।
সিপিবির প্রেসিডিয়াম সদস্য এ. এন. রাশেদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ, আনোয়ার হোসেন রেজা ও জলি তালুকদার প্রমুখ।
এএইচআর/এসকেডি