চারদিকে চুরি-মহাচুরির রাজত্ব : গণফোরাম সভাপতি

গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেছেন, চারদিকে চুরি-মহাচুরির রাজত্ব। চুরির মাধ্যমে মুক্তিযুদ্ধের অর্জন বিসর্জন দিচ্ছে দুর্নীতিবাজ সরকার।
শনিবার (২৩ জুলাই) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্টু বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, লোডশেডিং, নিরীহ মানুষের ওপর হামলা-মামলা, হেলমেট বাহিনীর অত্যাচারে জনগণ ঈদ আনন্দ থেকে বঞ্চিত হয়েছে। এ সরকারের দুঃশাসনকাল মানুষের মুখের হাসি কেড়ে নিয়েছে।
তিনি বলেন, কী আশ্চর্য! শুধু বিদ্যুৎ খাতে ৭০ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে কুইক রেন্টাল বিদ্যুৎ পেতে। যে টাকা দিয়ে প্রায় সাতটি পাওয়ার স্টেশন করা যেত। কার পেটে এ টাকা গেছে? জবাব দিতে হবে।
নির্বাচনের প্রসঙ্গ টেনে গণফোরাম সভাপতি বলেন, ২০১৮ সালে মধ্যরাতের নির্বাচনে ক্ষমতা দখল করা হয়। পৃথিবীর কোথাও এমন কলঙ্কিত ইতিহাস নেই। দেশের বর্তমান ক্রান্তিকাল থেকে উত্তরণে একটাই উপায়— সব রাজনৈতিক দলের ঐক্যের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা। ভয় বিতাড়িত করে সাহসে বুক বেঁধে অন্যায়ের বিরুদ্ধে রাজপথে লড়াইয়ে নামতে হবে সবাইকে দেশ ও জাতির স্বার্থে।
বিশেষ অতিথির বক্তব্যে গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র এডভোকেট সুব্রত চৌধুরী বলেন, গণফোরামের পক্ষ থেকে বঙ্গতাজ তাজউদ্দীন আহমেদের স্মরণে গভীর শ্রদ্ধা জানাই, যার চৌকস নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। শুভ জন্মদিন মহান নেতা তাজউদ্দীন আহমেদ। দুর্ভাগ্যের বিষয় তার জন্মদিনে কোন রাষ্ট্রীয় আয়োজন চোখে পড়েনি। বাংলাদেশ সৃষ্টিতে যে তাজউদ্দীন আহমেদের এত অবদান, সেই তাজউদ্দীন কী কারণে রাষ্ট্র থেকে হারিয়ে যান?
তিনি বলেন, যারা তাজউদ্দীনদের হারিয়ে দিতে চায়, ইতিহাসে তারাই হারিয়ে যাবে। এক যুগ ধরে দুঃশাসনের মাধ্যমে তারা লুটপাট করে রাষ্ট্রের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে ফেলেছে। তারা জনগণের টাকা লুটপাট করার সুযোগ করে দিয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণফোরাম ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, সঞ্চালনা করেন গণফোরাম ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম।
বক্তব্য রাখেন গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন আব্দুল কাদের, সভাপতি পরিষদ সদস্য আব্দুল হাসিব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুল বারী হামীম, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, ছাত্র সম্পাদক মো. সানজিদ রহমান শুভ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুর রহমান বুলু, ঢাকা জেলা সভাপতি আবদুল হামিদ মিয়া প্রমুখ।
আইবি/আরএইচ