ইসির বিরুদ্ধে ৪২ নাগরিকের দেওয়া সেই চিঠি বিবেচনার আহ্বান

নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে ‘গুরুতর অসদাচরণ, আর্থিক দুর্নীতি ও অনিয়মের’ অভিযোগ তুলে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছিলেন দেশের ৪২ জন বিশিষ্ট নাগরিক। সেই চিঠি বিবেচনায় নিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।
সোমবার (২১ ডিসেম্বর) দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতা খালেকুজ্জামান এক বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘদিন ধরে পত্র-পত্রিকায় যেসব খবর প্রকাশিত হয়েছে তার ফলে দেশবাসী ইসির কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। জনমনে উত্থাপিত প্রশ্ন এবং পত্রিকায় প্রকাশিত খবরের ভিত্তিতে কোনো ব্যবস্থা না নেওয়ায় বিশিষ্ট নাগরিকবৃন্দ উদ্বিগ্ন হয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি লিখতে বাধ্য হয়েছেন।
ইসির বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও নির্বাচন সংশ্লিষ্ট গুরুতর অসদাচরণের অভিযোগ তুলে রাষ্ট্রপতির কাছে গত ১৪ ডিসেম্বর চিঠি দেন ৪২ বিশিষ্ট নাগরিক। এ বিষয়ে সরাসরি কথা বলার জন্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে তারা অনুরোধও জানিয়েছিলেন।
ইসির বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে, নির্বাচন কমিশনারদের বিশেষ বক্তা হিসেবে দুই কোটি টাকার বেশি গ্রহণ, কর্মচারী নিয়োগের নামে ৪ কোটি ৮ লাখ টাকার দুর্নীতি, নিয়মবহির্ভূতভাবে তিনটি গাড়ি ব্যবহার এবং ইভিএম কেনায় অনিয়ম। এছাড়া একাদশ জাতীয় সংসদ, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর, খুলনা, সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়মের অভিযোগও রয়েছে।
চিঠিতে সংবিধানের ৯৬ অনুচ্ছেদের অধীনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে তদন্তপূর্বক ববস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তারা।
বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, কোনো অভিযোগ এলে তা বিবেচনা করার ন্যূনতম সৌজন্যবোধও সরকারি মহল হারিয়ে ফেলেছেন।
নির্বাচনের গ্রহণযোগ্য পরিবেশ সৃষ্টির স্বার্থে নির্বাচন কমিশনকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার দাবি জানান তিনি।
এই দাবিতে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার জন্য সকল বাম প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল ও ব্যক্তি গোষ্ঠীর প্রতি আহ্বান জানান তিনি।
এইউএ/এসআরএস