চট্টগ্রামে বিএনপির গণসমাবেশে আসতে শুরু করেছে নেতাকর্মীরা

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, পুলিশের গুলিতে ৫ নেতা হত্যা ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির কেন্দ্র ঘোষিত গণসমাবেশে আসতে শুরু করেছে দলের নেতাকর্মীরা।
বুধবার (১২ অক্টোবর) দুপুর ২টায় নগরীর পলোগ্রাউন্ড ময়দানে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় ও চট্টগ্রামের বিএনপি নেতারা উপস্থিত থাকবেন।

গণসমাবেশ মঞ্চে ইতোমধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্করসৈহ বেশ কয়েকজন নেতা উপস্থিত হয়েছেন।
এছাড়া চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গা থেকে বিএনপিও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আসতে শুরু করেছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ঢাকা পোস্টকে বলেন, ইতোমধ্যে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মাঠে আসতে শুরু করেছে। সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।
কেএম/এমএ