আ.লীগের অর্থবিষয়ক উপ-কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে সংগঠনের অর্থবিষয়ক উপ-কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
দলের অর্থবিষয়ক উপ-কমিটির আহ্বায়ক কাজী জাফর উল্লাহর সভাপতিত্বে জরুরি সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা আমির হোসেন আমু, আওয়ামী লীগ নেতা কর্নেল (অব) ফারুক খান, ড. অনুপ্রম সেন, শাহাবুদ্দীন চুপপু, মো. আতাউর রহমান, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মির্জা আজম, ড. সেলিম মাহমুদ, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।
এমএ