নূর হোসেন দিবসে মহানগর আওয়ামী লীগের শ্রদ্ধা

শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেন স্কয়ারে এই শ্রদ্ধা জানানো হয়।
তার আগে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রথমে দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে ফুল দিয়ে নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির পরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয়। এসময় দলের সহ-সভাপতি দিলীপ কুমার রায়, শরফুদ্দিন আহমেদ সেন্টু, আব্দুস সাত্তার মাসুদ, হেদায়েত উল ইসলাম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল, মো. মিরাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন, দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম শরীফ, আওয়ামী লীগ নেতা ওমর বিন আব্দুল আজিজ তামিম উপস্থিত ছিলেন।
স্বৈরাচারবিরোধী আন্দোলনে ১৯৮৭ সালের এই দিনে নূর হোসেন পুলিশের গুলিতে শহীদ হন।
এমএসআই/জেডএস