বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, ভাস্কর্য নিয়ে কোনো আপস নয়: ইনু

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বঙ্গবন্ধু বাংলাদেশ রাষ্ট্রের প্রতীক, মুক্তিযুদ্ধ ভিত্তি। তাই বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও ভাস্কর্য নিয়ে কোনো আপস, সমঝোতা বা মাঝামাঝি পথ নেই।
বুধবার (২৩ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর জাসদ আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
ইনু বলেন, বাংলাদেশ কিভাবে চলবে তা সংবিধানে পরিষ্কার বলা আছে। রাষ্ট্র, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ সবার ওপরে।
ভাস্কর্য ভাঙচুরে জড়িতদের শাস্তি দাবি করে ইনু বলেন, যুদ্ধাপরাধীদের যেভাবে বিচারের মুখোমুখি করা হয়েছে, ভাস্কর্য বিরোধী রাষ্ট্রদ্রোহীদের সেভাবে বিচার করতে হবে।
সমাবেশ শেষে জাসদ নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন।
ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার, সহ-সভাপতি ও ঢাকা মহানগর উত্তর জাসদের সভাপতি সফি উদ্দন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সইফুজ্জামান বাদশা প্রমুখ বক্তব্য রাখেন।
এএইচআর/এসআরএস