সরকার ষড়যন্ত্র ছাড়া কিছুই বোঝে না : মির্জা আব্বাস

খিলগাঁও এলাকা ঢাকা-৬ আসনের অধীনে ছিল উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমাকে নির্বাচনে ফেল করাতে খিলগাঁওয়ের একটা অংশ ঢাকা উত্তরে আরেক অংশ দক্ষিণ সিটিতে দেওয়া হয়েছে। এটা সরকারের ষড়যন্ত্রের অংশ। এ সরকার ষড়যন্ত্র ছাড়া কিছুই বোঝে না। তারা ষড়যন্ত্র করে ক্ষমতায় আছে।
বুধবার (১০ মার্চ) বিকেলে খিলগাঁও তালতলা মার্কেটের সামনের রাস্তায় সমাবেশে এ কথা বলেন তিনি। নিরপেক্ষ নির্বাচন, ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন দাবিতে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
মির্জা আব্বাস বলেন, অবৈধ নির্বাচন কমিশন আওয়ামী লীগের নৈশ ভোটের বৈধতা দিয়েছে। এ অবৈধ সরকার গুম, খুন শুরু করেছে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে। আমরা এ নির্বাচন কমিশনকে বলব, সরকারের গুম খুনের দায় আপনাদেরও নিতে হবে। আওয়ামী লীগের আগে এ নির্বাচন কমিশনের ভোট চুরির বৈধতা দেওয়ার বিচার হবে।
মির্জা আব্বাস আরও বলেন, সুষ্ঠু ভোটের সময় এ দেশে আসবে না, আদায় করে নিতে হবে। বুকের রক্ত দিয়ে হলেও সুষ্ঠু ভোট ফিরিয়ে আনতে হবে।
বাংলাদেশ আজ মাফিয়া চক্রের হাতে দাবি করে বিএনপির এই নেতা বলেন, এই মাফিয়া চক্র থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। শহীদ জিয়া স্বাধীনতার নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেছেন। তার দল বিএনপিকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ফিরিয়ে আনতে নেতৃত্ব দিতে হবে।
দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আজ ভোট চোরদের তালিকা হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিজিবিকে বলব, সীমান্তে ফিরে যান, ভোট চুরির সহযোগী হবেন না। আইনশৃঙ্খলা বাহিনীকে বলব আপনারা জনগণের বিরুদ্ধে গিয়ে ভোট চোরদের সহযোগিতা করবেন না। সব কিছুর শেষ আছে, চোরদেরও সময় শেষ হয়ে গেছে।
সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এএইচআর/এইচকে