বিএনপির গণমিছিল ঘিরে সতর্ক পাহারায় কৃষক লীগ

ঢাকায় বিএনপিসহ কয়েকটি সরকারবিরোধী দল ও জোটের গণমিছিলের কর্মসূচি ঘিরে ২৩ বঙ্গবন্ধুর এভিনিউ সামনে ‘সতর্ক পাহারা’ ছিল আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগ।
শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্য-দেশবিরোধী কর্মকাণ্ডের’ প্রতিবাদে সেখানে অবস্থান করে কৃষক লীগ।
এসময় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির নেতৃত্বে কৃষক লীগের কেন্দ্রীয়, মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলার কৃষক-শ্রমিক মেহনতি জনতা পাক হানাদার বাহিনী ও তাদের দোসরকে পরাজিত করে বাংলার মাকে স্বাধীন করেছিল। আজ তাদের প্রেতাত্মারা আবার মাঠে নেমেছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কৃষক লীগ কৃষক সমাজকে সঙ্গে নিয়ে পাকিস্তানি এবং তাদের দোসর, যারা এখনও জীবিত আছে তাদের রাজপথে মোকাবিলা করবে। আগামী দিনে শেখ হাসিনার সরকারকে আবারও রাষ্ট্র ক্ষমতায় এনে উন্নয়ন ও অগ্রযাত্রার গতিকে অব্যাহত রাখার অঙ্গিকার আজকের এই দিনে গ্রহণ করেছে কৃষক লীগ।
এমএসআই/এসএসএইচ/