ধর্মীয় উগ্রবাদ প্রতিহত করা হবে: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান বলেছেন, ধর্মের নামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদ একটি ঘৃন্য বিষয়। বাংলাদেশের মাটিতে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। সকলের সহযোগিতায় তা প্রতিহত করা হবে।
বুধবার (২৩ ডিসেম্বর) এক ভার্চুয়াল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বিভিন্ন ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর সমন্বয়ে বৈচিত্র্যময় এক শান্তিপ্রিয় দেশ। সংবিধানে প্রত্যেক নাগরিকের ধর্মীয় অধিকার নিশ্চিত করা হয়েছে। দেশের মানুষ ধর্মের প্রতি সংবেদনশীল।
ধর্মের প্রতি আবেগ-অনুভূতিকে ব্যবহার করে দেশি-বিদেশি অপশক্তির মদদে বিশেষ গোষ্ঠী সর্বদা চক্রান্তে লিপ্ত রয়েছে বলে জানান মন্ত্রী।
এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতি কাঙ্খিত বিষয়। সরকার যে কোন মূল্যে তা বজায় রাখতে বদ্ধ পরিকর। বঙ্গবন্ধু সংবিধানে ধর্ম নিরপেক্ষতাকে মূলনীতি হিসেবে যুক্ত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করে গেছেন।
সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে বাংলাদেশকে সভ্য দেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, প্রত্যেক ধর্মই মানুষের কল্যাণের কথা বলে, শান্তির বার্তা শোনায়। সন্ত্রাস-জঙ্গিবাদ কোনো ধর্মই সমর্থন করে না। এটি মানবতাবিরোধী অপরাধ।
এসএইচআর/এসআরএস