রাজনীতিতে শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে : মোস্তফা

বর্তমানে দেশের রাজনীতিতে শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা। তিনি বলেন, রাজনীতির নিয়ন্ত্রণ ক্রমান্বয়ে রাজনীতিবদদের হাত থেকে চলে যাচ্ছে। ফলে দেশে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হচ্ছে। এই শ্বাসরুদ্ধকর অবস্থার অবসান ও রাজনৈতিক শূন্যতা পূরণ না হলে দেশ ও গণতন্ত্র ভয়াবহ সঙ্কটে পতিত হতে পারে।
আজ (শুক্রবার) নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে ন্যাপের সাবেক চেয়ারম্যান জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়ার ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশ ও জনগণের সর্বাধিক কল্যাণ এবং চূড়ান্ত অনিষ্ট করার সামর্থ্য বা ক্ষমতা রয়েছে রাজনীতি ও রাজনীতিকদের। কোনো দেশের রাজনীতি যদি হয় নীতিহীন তবে সে দেশটির অন্যান্য প্রতিষ্ঠানকেও সেই সংক্রমণ থেকে রক্ষা করা কার্যত অসম্ভব হয়ে পড়ে। কিছু সীমাবদ্ধতার পরও রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা হিসেবে পৃথিবীতে এখন পর্যন্ত গণতন্ত্রের কোনো বিকল্প নেই।
মশিউর রহমান যাদু মিয়াকে বাদ দিয়ে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস রচনা সম্ভব নয় দাবি করে গোলাম মোস্তফা বলেন, বাংলাদেশের রাজনীতিতে তিনি মূখ্যত মেধাবী ও দুরদর্শী রাজনীতিক হিসেবেই পরিচিত। আজীবন তিনি সংগ্রাম করেছেন গণমানুষের মুক্তির জন্য। প্রতিবাদে-প্রতিরোধে ও সংগ্রামে তিনি কখনও পিছপা হননি।
রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে রাজনীতিতে দুর্বৃত্তের জন্ম হচ্ছে মন্তব্য করে গোলাম মোস্তফা বলেন, দেশের রাজনীতি আজ দুর্বৃত্ত ও লুটেরাদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। এ অবস্থা থেকে পরিত্রাণের লক্ষে প্রয়োজন যাদু মিয়াদের মতো মেধাবী রাজনৈতিক নেতৃত্ব।
বাংলাদেশ ন্যাপ ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ ন্যাপ যুগ্ম মহাসচিব এহসানুল হক জসীম, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, মহানগর নেতা হাবিবুর রহমসান, শফিউদ্দিন খালেক প্রমুখ।
এএইচআর/এনএফ