বিনা টেন্ডারে রেলওয়ের জমি ইজারা দেওয়ার সিদ্ধান্তে বাসদের নিন্দা

রেলওয়ের জমি বিনা টেন্ডারে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ।
সোমবার (১৬ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।
বিবৃতিতে বজলুর রশীদ ফিরোজ বলেন, রেলমন্ত্রী সংসদে ঘোষণা করেছেন ‘রেলের অব্যবহৃত জমি পর্যায়ক্রমে বাণিজ্যিক, কৃষি, মৎস্য চাষ, নার্সারি ও পোল্ট্রি ফার্মের জন্য ইজারা দেওয়া হবে।’ পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়েছে, ‘রেলওয়ের ভূমি ব্যবস্থাপনা নীতিমালা ২০২০’ এর ধারা পরিবর্তন করে বিনা টেন্ডারে শিল্পপতিদের কাছে রেলের জমি ইজারা দেওয়া হচ্ছে। রেলের মোট ৬২ হাজার একর জমির মধ্যে অর্ধেক ভূমিদস্যুরা দখল করে আছে। এছাড়া চার ভাগের এক ভাগ জমি ইতোমধ্যে ইজারা দেয়া হয়েছে।
তিনি বলেন, সরকারদলীয় লোকজন ও সরকারের সমর্থিত লোক যারা রেলের জমি অবৈধভাবে দখল করে আছে, তাদেরকেই আইনি বৈধতা দেওয়ার জন্য ভূমি ব্যবস্থাপনা নীতিমালা পরিবর্তন করে বিনা টেন্ডারে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, একদিকে রেলের বেদখল হওয়া জমি উদ্ধারের কোনো ব্যবস্থা না নিয়ে ইজারা দিতে চাইছে, অপরদিকে নতুন অবকাঠামো নির্মাণের জন্য ৬ হাজার কোটি টাকার দুইটি প্রকল্প গ্রহণ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বজলুর রশীদ ফিরোজ বলেন, রেলের জমিতে নিজস্ব উদ্যোগে বাণিজ্যিক অবকাঠামো নির্মাণ করে ভাড়া দিলে আয় বেশি হওয়ার কথা। তা না করে বিনা টেন্ডারে ইজারা দেওয়ার সিদ্ধান্ত যে দুরভিসন্ধিমূলক তা কি দেশবাসীর বুঝতে অসুবিধা হওয়ার কথা?
বিবৃতিতে তিনি রেলের জমি বিনা টেন্ডারে কায়েমী স্বার্থবাদী গোষ্ঠীর কাছে ইজারা দেওয়ার গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান। পাশাপাশি দখলকৃত জমি উদ্ধার করে অব্যবহৃত জমিতে নিজস্ব উদ্যোগে অবকাঠামো নির্মাণ করার দাবি জানান। একইসঙ্গে রেলের দুর্নীতি-অনিয়ম বন্ধ করে যাত্রীসেবার মান উন্নয়নের দাবি জানান।
কেএ
