আওয়ামী লীগের সংসদীয় দলের সপ্তম সভা মঙ্গলবার

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪২ এএম


আওয়ামী লীগের সংসদীয় দলের সপ্তম সভা মঙ্গলবার

একাদশ জাতীয় সংসদের বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের সপ্তম সভা মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। ওই দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সংসদ ভবনের লেভেল ৯-এ সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। 

আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন। 

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী দলীয় এমপিদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

এমএসআই/এমজে

Link copied