মওদুদের মৃত্যুতে রাজনীতিতে গভীর শূন্যতা সৃষ্টি হলো : জিএম কাদের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।
মঙ্গলবার (১৬ মার্চ) এক শোক বার্তায় প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন জিএম কাদের। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি।
শোক বার্তায় গোলাম মোহাম্মদ কাদের বলেন, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে মওদুদ আহমদ দেশ ও জাতির কল্যাণে অনেক কীর্তি গড়েছেন। তার মৃত্যুতে দেশের রাজনীতিতে গভীর শূন্যতা সৃষ্টি হলো।
এদিকে ব্যারিস্টার মওদুদ আহমেদের মৃত্যুতে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া শোক জানিয়েছেন।
১৬ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
এএইচআর/আরএইচ