রিজভীসহ সব রাজবন্দিদের মুক্তির দাবিতে প্রতীকী অনশন শুরু

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

১৭ মার্চ ২০২৩, ১২:০২ পিএম


রিজভীসহ সব রাজবন্দিদের মুক্তির দাবিতে প্রতীকী অনশন শুরু

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবিতে স্বাধীনতা অধিকার আন্দোলনের ব্যানারে প্রতীকী অনশন শুরু করেছে নেতাকর্মীরা।

শুক্রবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অনশন কর্মসূচি শুরু হয়।

অনশনে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা আছে। এছাড়া বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, স্বাধীনতা অধিকার আন্দোলনের চেয়ারম্যান ড. কাজী মনিরুজ্জামান মনির।

প্রতীকী অনশনে উপস্থিত আছেন- বিএনপির সিনিয়র নেতা এ বি এম মোশাররফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, কৃষক দলের সহ-সভাপতি ভিপি ইব্রাহীম প্রমুখ।

এমএইচএন/এমজে

Link copied