বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ।
রোববার (২১ মে) দুপুরে ধানমন্ডিতে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ড. আসাদুজ্জামান, নাজমুল হাছান পাখি, হাছান ইমাম মজুমদার ফটিক, সহ-সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম সেলিম, ডা. মোহাম্মদ শহিদুল্লাহ, ডা. বাকী আনিস, যুগ্ম-সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, শাহিনুল ইসলাম শাহীন, সৈয়দ নুরু রহমান, আব্দুল হাই বাবলু, সাংগঠনিক সম্পাদক ডা. তাহসীন বাহার সুচনা এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা শেষে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
এমএসআই/কেএ