ব্যতিক্রমী মেজবানের আয়োজন করলেন এমপি হাবিব হাসান

রাজধানীর উত্তরায় ১৫ হাজার লোকের একটি বিশাল মেজবানের আয়োজন করেছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসান।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নিজের প্রয়াত মা-বাবসহ অন্যদের রূহের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নিজ পরিবারে অন্যদের সুস্বাস্থ্য কামনা করে আয়োজিত দোয়া মাহফিল উপলক্ষ্যে এই মেজবানের আয়োজন করা হয়।
সোমবার রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টর খেলার মাঠে আয়োজিত দোয়া ও মেজবানে ঢাকা-১৮ আসন এলাকার প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হন। এর আগেও সংসদ সদস্য হাবিব হাসানের উদ্যোগে বড় বড় মেজবানের আয়োজন করা হয়।
এবারের আয়োজনের বিষয়ে হাবিব হাসান বলেন, জাতির জনক প্রয়াত নেতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এবং তার পরিবার ও পরিবারের শহীদ সদস্যদের জন্য দোয়া এবং আমার প্রয়াত পিতা মাতাসহ নাতি নাতনির সুস্বাস্থ্য কামনা করে এই দোয়া ও মেজবানের আয়োজন করেছি। আজকের এই মেজবানিতে শত শত আলেম ওলামা এবং আমার দলের প্রাণপ্রিয় নেতাকর্মীরা উপস্থিত হয়ে একবেলা খাবে এটা মাথায় রেখেই এই আয়োজন আমি করেছি। তাছাড়া বিভিন্ন সময় নানা অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে আমি দাওয়াত করি। একবেলা খাওয়াই, এতে আমি আনন্দ পাই।
এমএসআই/এমএ