‘মন্ত্রীরা উল্টাপাল্টা কথা বলে কর্মীদের মনোবল চাঙ্গা রাখছেন’

চট্টগ্রাম মহানগরের বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘আওয়ামী লীগকে এখন দেশ-বিদেশে বয়কট করা হচ্ছে। মন্ত্রীরা এখন উল্টাপাল্টা কথা বলে কর্মীদের মনোবল চাঙ্গা রাখতে চান। এটা এখন জনগণ বুঝে গেছে। তাই কিভাবে ক্ষমতা থেকে বিদায় হবেন সেই চিন্তা করুন। অন্যথায় জনগণ গদি থেকে টেনে নামাবে।’
রোববার (৯ জুলাই) মহানগর দলীয় কার্যালয়ের মাঠে আগামী ১৬ জুলাই চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক জনতার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে মহানগর বিএনপির প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. শাহাদাত বলেন, ‘বিএনপি হচ্ছে জনগণের দল। সন্ত্রাসী দল নয় বরং আওয়ামী লীগই হচ্ছে আগুন সন্ত্রাসীদের দল। তারা ২০০৬ সালে ঢাকার বায়তুল মোকাররম মসজিদের সামনে সাপের মতো লাঠি দিয়ে মানুষ মেরেছেন। সোনারগাঁও হোটেলের সামনে ১৭ জন মানুষকে গান পাউডার দিয়ে পুড়িয়ে হত্যা করেছেন। চট্টগ্রামে বিমান অফিসসহ বিভিন্ন সরকারি স্থাপনা জ্বালিয়ে দিয়েছেন।’
তিনি বলেন, ‘নির্বাচনের আগে সরকারের সঙ্গে সংলাপে কাউকে গ্রেপ্তার করা হবে না বলে সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু ওইদিনই আমাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। এভাবে আরও ৫৫ জন এমপি প্রার্থীকে বিভিন্ন জায়গা থেকে গায়েবি মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছিল। এবারও তারা সেই পায়তারা চালাচ্ছেন। আগামী নির্বাচনের ৬ মাস আগ থেকেই গায়েবি মামলা দিয়ে বিএনপি নেতা-কর্মীদের হয়রানি শুরু করা হচ্ছে।’
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন ও দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ান।
এমআর/এফকে