তারেক রহমান বাংলাদেশের জন্য একটা চর্মরোগ : পূর্ণিমা

বাংলাদেশ আওয়ামী লীগের শান্তি সমাবেশে উপস্থিত হয়েছেন ২০০১ সালে বিএনপি-জামাতের নিপীড়নের শিকার পূর্ণিমা রানী শীল। সমাবেশ মঞ্চে ২২ বছর আগে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘তারেক রহমান বাংলাদেশের জন্য একটা চর্মরোগ।’
শুক্রবার (২৮ জুলাই) বিকেলে আওয়ামী লীগের তিন সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা দেন পূর্ণিমা।
তিনি বলেন, ‘তারেক রহমান আজ কোথায়? কেমন করে বলেন, মানবতার কথা? আপনার কি লজ্জা হয় না?’
তারেক রহমান হাওয়া ভবনে নারীদের নিয়ে আনন্দ ফুর্তিতে মত্ত থাকতেন বলে মন্তব্য করেন পূর্ণিমা রানী। তিনি বলেন, ‘আমি ঘরে ঘরে পূর্ণিমা দেখতে চাই না।’
পূর্ণিমা রানী শীল ২০০১ সালের ৮ অক্টোবর গণধর্ষণের শিকার হয়েছিলেন। সেদিন দিবাগত রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ব দেলুয়া গ্রামে ধর্ষণের শিকার হয়েছিলেন ১৪ বছর বয়সী কিশোরী পূর্ণিমা।
২০০১ সালের সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সমর্থক এবং ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে নির্বাচন পরবর্তী সহিংসতার সময় এ ঘটনা ঘটেছিল। এ ঘটনায় মামলা হয় এবং বিচার সম্পন্ন হয়েছে। মামলার রায়ে ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লাখ টাকা করে জরিমানা হয়৷
এমএসআই/এমজে