অপারেশন করে ইশরাকের শরীর থেকে রাবার বুলেট অপসারণ

অপারেশনের মাধ্যমে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শরীর থেকে চারটি রাবার বুলেট বের করা হয়েছে।
শনিবার (২৯ জুলাই) রাজধানীর খিলগাঁও খিদমাহ হাসপাতালে অপারেশনের পর তার শরীরের লাগা বুলেটগুলো বের করা হয়।
এর আগে সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি চলার সময় শনিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর ধোলাইখালে পুলিশের ছোড়া রাবার বুলেট তার শরীর, মাথা ও থুতনিতে বিদ্ধ হয়।
ওই ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়সহ প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন।
এএইচআর/এমজে