প্রধানমন্ত্রীর সামনেই রক্তদান করবেন ১৫১ কৃষক লীগ নেতা

মঙ্গলবার শুরু হচ্ছে শোকের মাস আগস্ট। এ মাসে বাংলাদেশে সংঘটিত হয়েছে ইতিহাসের ভয়াবহতম হত্যাকাণ্ড ও নারকীয় গ্রেনেড হামলা। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত বেদনাবিধূর শোকের দিন।
আগস্টকে শোকাবহ মাস হিসেবে পালন করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। প্রতি বছরের ন্যায় এবারও কৃষক লীগের ১৫১ নেতার রক্তদান ও আলোচনা সভার মাধ্যমে মাসটি শুরু করতে যাচ্ছে ক্ষমতাসীনরা।
কৃষক লীগ সূত্র জানায়, কৃষক লীগের ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, ঢাকা জেলা উত্তর-দক্ষিণ ও জাতীয় কমিটির ১৫১ জন নেতা রক্তদান করবেন। এছাড়া কৃষক লীগের ৭৮টি সাংগঠনিক জেলা ও ৫০২টি সাংগঠনিক উপজেলার নেতারা আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নেবেন। কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা, জাতীয় কমিটির নেতারা ও জাতীয় নেতারাসহ দুই হাজার পাঁচশ নেতাকর্মী আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এর মধ্যে সবার করোনা পরীক্ষা করা হয়েছে বলেও জানা গেছে।
কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন ন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের শহীদদের স্মরণে আমরা রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করছি। আমরা আগামীকাল প্রত্যুষেই কালো ব্যাজ ধারণ করবে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমরা আলোচনা সভা করব। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও রক্তদান কর্মসূচি পালন করা হবে।
এমএসআই/এসএসএইচ/