গণতন্ত্র মঞ্চের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

যৌথ রাজনৈতিক উদ্যোগ হিসেবে ‘গণতন্ত্র মঞ্চের’ নামে একটি প্লাটফর্মের আত্মপ্রকাশ ঘটে গত বছর অর্থাৎ ২০২২ সালের ৮ আগস্ট। রাষ্ট্র কাঠামোর গুণগত পরিবর্তনের লক্ষ্যকে সামনে রেখে ৭ টি দল ও সংগঠন মিলে গঠিত হয় এ জোট।
গত বছরের ৮ আগস্ট আনুষ্ঠানিকভাবে এই জোট আত্মপ্রকাশ করলেও বিতর্ক যেন পিছু ছাড়ছে না।
জোট গঠনের কয়েক মাস পর থেকে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বধীন গণঅধিকার পরিষদের সঙ্গে জোটের অন্য শরিকদের বিভিন্ন ইস্যুতে বিরোধ শুরু হয়। বেশ কয়েকবার উদ্যোগ নিয়েও তার সমাধান করা সম্ভব হয়নি। যার ফলে, গত ৬ মে জোট ভেঙে বেরিয়ে যায় গণঅধিকার পরিষদ।

বর্তমানে ৬ দলীয় জোট গণতন্ত্র মঞ্চের এক বছর পূর্ণ হচ্ছে আজ মঙ্গলবার(৮ আগস্ট)।
মঞ্চের পক্ষ থেকে জানানো হয়- জোটর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘কর্তৃবাদী দুঃশাসন-গণজাগরণ-গণঅভ্যুত্থানের পথে বাংলাদেশ’ – শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে সরকার বিরোধী এই রাজনৈতিক মঞ্চ।
মঙ্গলবার (৮ আগস্ট) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় উপস্থিত থাকার রয়েছে জোটের শীর্ষ নেতা আ.স.ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি প্রমুখ।
গণঅধিকার পরিষদ ছাড়া বর্তমানে জোটের অন্য ৬ দল হচ্ছে- জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার।
এএইচআর/এমজে