শেখ হাসিনা সরকারের অধীনে কোনও নির্বাচন নয় : বামজোট

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। জোটের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনে কোনো নির্বাচন নয়।
বুধবার বাসদ (মার্কসবাদী) কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের সমন্বায়ক ও বাসদের সমন্বায়ক মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ আহ্বান জানানো হয়।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত ৯টার দিকে বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ গণমাধ্যমে এ তথ্য জানান।
বাম জোট জানিয়েছে, বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ক্ষমতাসীন শেখ হাসিনার সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ না করার দৃঢ় ঘোষণা দিয়েছেন।
সভায় আরও বলা হয়, অবিলম্বে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে তীব্র গণআন্দোলন গড়ে তোলার জন্য সর্বস্তরের জনগণকে এগিয়ে আসা উচিত।
সভায় অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনের নাম পরিবর্তন করে মত প্রকাশের স্বাধীনতা হরণ ও জনগণের প্রতিবাদকে দমনের উদ্দেশ্যে প্রস্তাবিত ‘সাইবার সিকিউরিটি আইন-২০২৩ বাতিলের দাবিতে আগামী ২০ আগস্ট বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা শহিদুল ইসলাম সবুজ।
এএইচআর/এমজে