মারধরের বিচারের দাবিতে সিপিবির কার্যালয়ে ছাত্র ইউনিয়নের অবস্থান

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও হকার্স ইউনিয়নের দুই নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে বিচারের দাবিতে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা রাজধানীর পল্টনের মনি হিংস ভবনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নিয়েছেন।
তাদের অভিযোগ, রোববার (৪ এপ্রিল) রাতে ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহকে ডেকে নিয়ে মারধর করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক জলি তালুকদার ও শান্তিনগর কমিটির নেতা হযরত আলী। এই ঘটনার বিচারের দাবিতে তারা অবস্থান নিয়েছে।
ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি কেএম মুত্তাকীর ঢাকা পোস্টকে বলেন, মারধরের ঘটনা আমরা সিপিবির কেন্দ্রীয় কমিটিকে অবহিত করেছি। আর গতকাল রোববার (৪ এপ্রিল) রাত থেকেই সিপিবির কার্যালয়ে অবস্থান নিয়েছি। ঘটনার বিচার না হওয়ার পর্যন্ত আমরা অবস্থান করব।
ছাত্র ইউনিয়নে কেন্দ্রীয় সভাপতি ফয়েজ উল্লাহ ঢাকা পোস্টকে বলেন, কিছুদিন আগে আমাদের ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগরের সদস্য সজল ফেসবুকে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমকে নিয়ে লেখালেখি করেন। লেখালেখির জন্য তাকে সিপিবি শান্তিনগর শাখার মঞ্জুর মুরশিদ নামধারী এক নেতা মারধর করেন। এই ঘটনায় আমার ছাত্র ইউনিয়ন থেকে একটা বিবৃতিতে দেই।
তিনি আরও বলেন, রোববার আমাদের কর্মসূচি শেষ করে সিপিবির অফিসে নিচে গেলে আমাকে জলি তালুকদার চা খাওয়ানোর কথা বলে পল্টনে অমর চাঁদ মিষ্টান্ন ভাণ্ডারের গলিতে নিয়ে যান। সেখানে তিনি বলেন, কেন আমরা মারধরের ঘটনায় বিবৃতিতে দিয়েছি?
ফয়েজ উল্লাহ বলেন, এরপর জলি তালুকদার এলোপাতাড়ি মারতে শুরু করেন। সে সময় তিনি বলেন- আমি এখন তোকে মারতেছি পারলে বিবৃতি দিস। তার সঙ্গে হকার্স ইউনিয়নের নেতা হযরত আলীও মারতে শুরু করেন। আমি কোন রকমে ছুটে আসি।
মারধরের ঘটনায় সিপিবির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানান ফয়েজ উল্লাহ। মারধরের বিষয়ে জানতে জলি তালুকদারকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।
এএইচআর/এইচকে