জনসমুদ্রে দাঁড়িয়ে ঐক্যের ডাক দিলেন মাসুদুল হক

আওয়ামী লীগ সরকারের অভূতপূর্ব উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের মাঝে তুলে ধরে এলাকার নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও মেয়র মো. মাসুদুল হক মাসুদ। এসময় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) গোপালপুর শহরে সূতী বিএম সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত বিশাল শান্তি সমাবেশ ও জনসমুদ্রে দাঁড়িয়ে বক্তব্য রাখেন তিনি। এসময় উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলার চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু ও পৌরসভার মেয়র রকিবুল হক ছানাদার।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিএনপি-জামাত জোটের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে বিশাল শান্তি সমাবেশ গোপালপুর ও ভূঞাপুর তৃণমূল হতে হাজার হাজার জনতা উপস্থিত হয়ে জনসমুদ্রে পরিণত হয়।

সমাবেশে বীর মুক্তিযোদ্ধা মো. মাসুদুল হক মাসুদ উপস্থিত জনতার মাঝে সংসদ সদস্য প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন কামনা করেন। একইসঙ্গে শেখ হাসিনার সরকারের সব উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের মাঝে তুলে ধরেন এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে প্রধানমন্ত্রীর নৌকার পক্ষে একত্রিত হয়ে কাজ করার জন্য আহ্বান জানান।
/এমএসআই/এফকে/