পল্টনে বিএনপির মহিলা সমাবেশ চলছে

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সরকারের পদত্যাগের ১ দফা দাবিতে আয়োজিত মহিলা সমাবেশ শুরু হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অস্থায়ী মঞ্চে এ সমাবেশ শুরু হয়।
মহিলা দলের আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা সংগঠনটির অসংখ্য নারী নেত্রী। জুমার নামাজের আগে ছাত্র দলের নারী নেত্রীরা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে জড়ো হতে থাকেন। এ সময় তাদের হাতে ছিল খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি, আর মাথায় নীল-হলুদ রঙের ক্যাপ।
আরও পড়ুন
মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে আর সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া আরও বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
এদিকে মহিলা সমাবেশের কারণে নয়াপল্টন এলাকার ভিআইপি সড়কের একপাশে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। অপর পাশেও যান চলাচল কিছুটা সংকোচিত হয়ে আসছে।
যেকোনো ধরেনর অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ফকিরাপুল, চায়না টাউন ও নাইটিঙ্গেল মোড়ে সর্তক অবস্থান নিতে দেখা গেছে।
এএইচআর/এসকেডি