জামায়াত নেতা মতিউর রহমান আকন্দ আটক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও নির্বাহী পরিষদের অন্যতম সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ অক্টোবর) জামায়াতের ঢাকা মহানগর উত্তরের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ১০টার পর উত্তরার ১৪ নং সেক্টর ১৮ নং সড়কের বাসা ঘিরে রাখে পুলিশ। ১১টা ১০ মিনিটের দিকে তাকে একটি অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে।
আরও পড়ুন
পরিবারের সদস্যরা জানান, মতিউর রহমান আকন্দ খুবই অসুস্থ। গতকাল (মঙ্গলবার) রাতে এমআরআই করা হয়েছে। আজকেই ডাক্তারের পরামর্শে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হওয়ার কথা ছিল। দীর্ঘদিন ধরে তিনি হার্টের সমস্যায় ভুগছেন। তার বাইপাস সার্জারি করা হয়েছে।
টিআই/এমএসএ