নিরাপদে পালাতে চাইলে এখনই পদত্যাগ করুন, সরকারকে খেলাফত মজলিস

নিরপেক্ষ সরকার ছাড়া দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না বলে জানিয়েছে খেলাফত মজলিস। সময় থাকতে সরকারকে পদত্যাগ আহ্বান জানিয়েছেন দলটির নেতারা।
তারা বলেন, জনগণের রোষানল থেকে মুক্তি পেতে নিরাপদে দেশ ছেড়ে পালাতে চাইলে সরকারকে এখনই পদত্যাগ করতে হবে। নয়ত পরে আর পালানোর সুযোগ পাওয়া যাবে না।
শুক্রবার (২৭ অক্টোবর) বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেট থেকে খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
এ সময় দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, আমরা স্পষ্ট দাবি নিয়ে রাজপথে নেমেছি, আমরা চাই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। এই দাবি শুধু আমাদেরই নয়, সারা দেশের মানুষেরও দাবি। শুধু নিরপেক্ষ নির্বাচন চায় না আওয়ামী লীগ সরকার, আর তাদের পেটুয়া বাহিনী। কারণ তারা জানে, একটি নিরপেক্ষ নির্বাচন হলেই তাদের ক্ষমতার গদি আর থাকবে না। আর গদি না থাকলে তাদের বিদেশে টাকা পাচার, লুটপাট, দুর্নীতি, বিরোধী নেতাকর্মীদের খুন-গুমের বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে।
তিনি বলেন, আমরা সরকারকে বলতে চাই, আপনারা যদি নিরাপদে দেশ থেকে 'এক্সিট' করতে চান, তাহলে এটাই আপনাদের শেষ সময়। পরে আর পালানোর সময় পাবেন না। মনে রাখবেন, এদেশে স্বাধীনতা সংগ্রামসহ অনেক সংগ্রাম হয়েছে। বাংলার মানুষকে খুব বেশি দিন দমিয়ে রাখা যাবে না। জুলুম করে শাসন দীর্ঘায়িত করা যায় না। জুলুম থেকে মানুষকে মুক্তি দিন।
আব্দুল কাদের বলেন, এখনো দেশের মানুষকে বাকস্বাধীনতা, ভোটাধিকারসহ মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম মানুষের নিয়ন্ত্রণে নেই। ৮০-১০০ টাকার নিচে কোনো সবজি নেই। এই সংকট তৈরি করেছে সরকার, তাই সরকারকেই এর সমাধান করতে হবে। তফসিল ঘোষণার পূর্বেই ক্ষমতা নিরপেক্ষ সরকারের হাতে হস্তান্তর করুন। শান্তি ও সম্প্রীতির স্বার্থে জনগণের দাবি মেনে নিন।
সংগঠনটির নায়েবে আমির শায়খুল হাদিস মাওলানা আহমদ আলী কাসেমী বলেন, দেশে এই মুহূর্তে নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। এ সরকার বিগত দিনে যতগুলো নির্বাচন করেছে সবগুলোতে ভোট কারচুপি করে দলীয় প্রার্থীদের জিতিয়েছে। এবার আর সরকারকে সেই সুযোগ দেওয়া হবে না।
তিনি বলেন, দেশ এক গভীর সংকটকাল অতিক্রম করছে। একদিকে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে, অপরদিকে দেশের টাকা লুটপাট করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হয়েছে। সরকার দাবি করছে, তাদের উপর জনগণের সমর্থন আছে, অথচ সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পাচ্ছে। কারণ তারা নিজেরাও ভালো করে জানে, সুষ্ঠু নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারবে না।
সমাবেশে বক্তারা আরও বলেন, সরকার যদি বাঁচতে চায়, তাহলে এই সংসদেই নিরপেক্ষ সরকারের বিল উপস্থাপন করে সেটি পাস করতে হবে। সরকার যদি দাবি মেনে না নেয়, তাহলে দেশবাসীকে নিয়ে কঠোর থেকে কঠোরতর কর্মসূচির মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নায়েবে আমির অধ্যাপক সিরাজুল হক, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মোহাম্মদ আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, অধ্যক্ষ মাওলানা শামসুজ্জামান চৌধুরী, অধ্যাপক মাওলানা এসএম খুরশিদ আলম, সাংগঠনিক সম্পাদক মাস্টার আব্দুল মজিদ প্রমুখ।
টিআই/এসকেডি