নিরাপত্তাহীনতায় ভুগছেন মির্জা আব্বাসের সহধর্মিণী

স্বামী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের খোঁজে বারবার সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বাসায় অভিযান পরিচালনা করায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন আফরোজা আব্বাস।
রোববার (২৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর শাহজাহানপুরের বাসায় তিনি এ অভিযোগ করেন। পায়ে চোট পেয়ে ব্যান্ডেজ লাগানো আফরোজা আব্বাস হুইল চেয়ারে চলাফেরা করছেন। বাসার কলাপসিবল গেটের ভেতর থেকে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, রাত সাড়ে ৩টার দিকে একবার এসেছিল, এখন আবার এলো। আমি ভয় পাচ্ছি। কারণ, আমার বাসায় আগে একবার হামলা হয়েছিল। সাদা পোশাকে জ্যাকেট পরা মানুষেরা হামলা করেছিল। কেউ তো বলতে পারেনি কারা এরা… প্রশাসনের লোক কি না, যেমনটা ওই সময় হয়েছিল। ওইরকম পোশাক পরে তখন যুবলীগ হামলা করেছিল। এখন সেই ভয়টা পাচ্ছি। সেজন্য আপনাদের ডাকা– যা কিছু হয় আপনাদের সামনে হোক, অন্তত নিশ্চিন্ত হই সেই রকম হবে না।
আরও পড়ুন
মির্জা আব্বাস বাসায় আছেন কি না– জানতে চাইলে তিনি বলেন, গতকাল (শনিবার) মহাসমাবেশের দিন সকালে সে (মির্জা আব্বাস) বাসা থেকে যে গিয়েছে এরপর তো আর আসেনি।
আপনি কি শঙ্কাবোধ করছেন? জানতে চাইলে আফরোজা আব্বাস বলেন, কিছুক্ষণ আগে গণমাধ্যমের খবরে দেখলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ নেতাদের নাম শুনলাম। তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
এএইচআর/এসএসএইচ