ঢাকা-সিলেট মহাসড়কে এমপি বাবুর নেতৃত্বে অবরোধবিরোধী মিছিল

ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধবিরোধী মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগ। মহাসড়কের পাঁচরুখী বাজার থেকে বাগবাড়ী পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
মিছিলের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য (এমপি) নজরুল ইসলাম বাবু। এসময় আড়াইহাজার উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মিছিল শেষে সোমবার (৬ নভেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহাসড়কে অবস্থান নেন নজরুল ইসলাম বাবুসহ উপজেলা আওয়ামী লীগের নেতারা। সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের এমপি বাবু জানান, দেশব্যাপী যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বিএনপি-জামায়াত স্বাধীনতাবিরোধী অপশক্তি এর বিরুদ্ধে আমরা রাজপথে থেকে তা প্রতিরোধ করব।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের যে অভূতপূর্ব উন্নয়ন করছেন, তার ধারাবাহিকতা নস্যাৎ করতেই বিএনপি-জামায়াতের এই ধ্বংসাত্মক কর্মসূচি। শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা ধরে রাখতে রাজপথে থেকে এসব ধ্বংসাত্মক কর্মসূচির বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব। জনগণের জানমালের নিরাপত্তায় আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগ আছে, ছিল এবং থাকবে।
এসএসএইচ
