ঘুঘুকে বারবার ধান খাওয়ার সুযোগ দেওয়া হবে না : জামায়াত

২০১৪ ও ২০১৮ সালের মত নির্বাচনের নামে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষমতার মেয়াদ বর্ধিত করতে চায় সরকার। কিন্তু ঘুঘুকে বারবার ধান খাওয়ার সুযোগ দেওয়া হবে না। গণ দাবি আদায় না হওয়া পর্যন্ত জনগণ রাজপথে থাকবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান।
বুধবার (৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
মাহফুজুর রহমান বলেন, সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে ঐক্যবদ্ধ হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কোনো ভাবেই ঘরে ফিরে যাবে না।
জামায়াতের এই নেতা বলেন, চলমান দুর্বার গণআন্দোলনে ভীত হয়ে সরকার একেক সময় একেক কথা বলে জাতিকে বিভ্রান্ত করছে। তারা কোনোভাবেই জনগণের ভাষা উপলব্ধি করার চেষ্টা করছে না। তারা আবারো ২০১৪ ও ২০১৮ সালের মত নির্বাচনের নামে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে অবৈধ ক্ষমতার মেয়াদ বর্ধিত করতে চায়। কিন্তু ঘুঘুকে বারবার ধান খাওয়ার সুযোগ দেওয়া হবে না। জনতা ঐক্যবদ্ধভাবে তাদের সে ষড়যন্ত্র রুখে দেবে।
তিনি সরকারকে সময় থাকতে শুভবুদ্ধির পরিচয় দিয়ে অবিলম্বে পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান। অন্যথায় জনতার উত্তাল শ্রোতে ফ্যাসিবাদের তখতে তাউস খড়কুটার মত ভেসে যাবে।

তিনি আরও বলেন, দেশকে মেধা ও নেতৃত্বশূন্য করে অবৈধ রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করতে চায় সরকার। কিন্তু এসব করে শেষ রক্ষা হবে না।
তিনি সরকারকে জুলুম-নির্যাতনের পথ পরিহার করে অবিলম্বে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানসহ সব জাতীয় নেতার নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় সার্বিক পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলেও হুঁশিয়ার করেন তিনি।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, অবিলম্বে সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর এবং জামায়াত আমীর ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতাদের মুক্তির দাবিতে তৃতীয় দফার টানা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের সমর্থনে মিরপুর পাকা মসজিদ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বারেক মোল্লার মোড়ে এসে পথ সভার মাধ্যমে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের মজলিসে শূরা সদস্য আবু নকীব, অ্যাডভোকেট আব্দুল হামিদ, হাবিবুল্লাহ রুমী, অ্যাডভোকেট আব্দুর রকীব, রিমন তমাল, গাজী মোহাম্মদ হাফিজ, শাহজালান ও জামাল উদ্দীন, ছাত্রনেতা আসাদুজ্জামন, তানভীর ও মওদুদ আহমদসহ অন্যান্য নেতা-কর্মীরা।
এদিন অবরোধের সমর্থনে কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লার নেতৃত্বে বাড্ডা এলাকায়, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারি সেক্রেটারি ডা. মো. ফখরুদ্দিন মানিকের নেতৃত্বে আগারগাঁও এলাকায় সড়ক অবরোধ করে জামায়াত। এসময় পুলিশ জামায়েত নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে তিন কর্মীকে আটক করে নিয়ে যায়।
অন্যদিকে কর্মপরিষদ সদস্য নাসির উদ্দিনের নেতৃত্বে পল্লবীতে সড়ক অবরোধ করে জামায়াত নেতা-কর্মীরা।
জেইউ/এমএসএ