বাজনা আর স্লোগানে মুখরিত বঙ্গবন্ধু অ্যাভিনিউ

ঢাকঢোলের বাদ্যবাজনা, ব্যান্ড পার্টির সানাই আর ‘নৌকা, নৌকা’ স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো বঙ্গবন্ধু অ্যাভিনিউ। শতশত নেতাকর্মীর পদচারণা, মোটরসাইকেল শোডাউন ছড়িয়ে পড়ছে আশেপাশের পুরো এলাকায়। ফলে তৈরি হয়েছে তীব্র যানজটের। এতে করে বেশ ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষজন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে গুলিস্তান জিরো পয়েন্ট, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, বায়তুল মোকাররমসহ আশপাশের এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। মূলত, নৌকা প্রতীকে নির্বাচন করতে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় বিকেল ৪টায় শেষ হওয়ার সময় নির্ধারণ রয়েছে। সেজন্য সময় যত শেষের দিকে যাচ্ছে ততই ভিড় বাড়ছে। আর অধিকাংশ মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে বিপুল সংখ্যক নেতাকর্মী ও ব্যান্ড পার্টি নিয়ে ঢাকঢোল পিটিয়ে উৎসবের আমেজ তৈরি করে এসব এলাকায় অবস্থান নিতে দেখা গেছে।
আবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে তিল ধারণের জায়গাও নেই। মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর সঙ্গে কার্যালয়ের ভেতরে প্রবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বেশ কয়েকবার ধস্তাধস্তির ঘটনাও ঘটে। এমন ঘটনায় ক্ষোভও প্রকাশ করেছেন বেশ কয়েকজন।
অন্যদিকে দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন ফরম বিক্রির শেষ দিনে প্রথম দুই ঘণ্টায় ১১৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। সকাল পৌনে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এসব মনোনয়ন ফরম বিক্রি হয়। যার মধ্যে ঢাকা বিভাগে ৩১, চট্টগ্রাম বিভাগে ২৬, ময়মনসিংহে ৮, সিলেট বিভাগে ৮, খুলনা বিভাগে ১৪, বরিশাল বিভাগে ৮টি, রংপুর বিভাগে ৮টি ও রাজশাহী বিভাগে ১১টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া মনোনয়ন ফরম জমা ও বিতরণের এই কার্যক্রম বিকেল ৪টা পর্যন্ত চলবে। দলটির কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ, তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগ এবং নিচতলায় সব বিভাগের মনোনয়ন ফরম জমা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
আরএইচটি/জেডএস