শিশু বিশেষজ্ঞ ডা. আজিজেই আস্থা আওয়ামী লীগের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসন থেকে দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।
রোববার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তার নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
জানা গেছে, ডা. আজিজ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ লাখ ৯৫ হাজার ৫১৭ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
আব্দুল আজিজ সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের মাকরশোন গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি এমবিবিএস পাশ করে ঢাকা শিশু হাসপাতালের পরিচালক ও প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে আত্মনিয়োগ করেন।
চিকিৎসা পেশার পাশাপাশি তিনি পেশাজীবী সংগঠন বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদের ঢাকা শিশু হাসপাতালের সভাপতি পদে দায়িত্ব পালন করেন।
টিআই/কেএ