শেষবারের মতো আ.লীগ কার্যালয়ে মায়া চৌধুরীর ছেলে দীপুর মরদেহ

শেষবারের মতো ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনা হয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরী (দীপু) মরদেহ।
সোমবার (৪ ডিসেম্বর) সকাল এগারোটার পরে তার মরদেহ সেখান নেওয়া হয়।
সেখানে তার তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার নামাজ পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুফতি এহসানুল হক জিলানী।
আরও পড়ুন
পারিবারিক সূত্রে জানা গেছে, সাজেদুল হোসেন চৌধুরী দীপুর প্রথম জানাজা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরে এবং দ্বিতীয় নামাজে জানাজা মতলব দক্ষিণে অনুষ্ঠিত হয়েছে।
আজ গুলশান আজাদ মসজিদে বাদ জোহর চতুর্থ জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।
প্রসঙ্গত, গত শনিবার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরী (দিপু) হৃদরোগে আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আরএইচটি/এমএসএ