গণদাবি মেনে পদত্যাগ করুন : ড. আবদুল মান্নান

গণদাবি মেনে অবিলম্বে আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আবদুল মান্নান।
তিনি বলেন, জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলোর ডাকে দেশব্যাপী অবরোধ চলছে। ফ্যাসিবাদের পতন না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে।
সোমবার (৪ ডিসেম্বর) অবরোধের দ্বিতীয় দিনে অবরোধ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন জামায়াতের এ নেতা। এসময় রাজধানীর মতিঝিলে সড়ক অবরোধ করেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য, আবু আম্মার, এসএম শামসুল বারী, মু’তাসিম বিল্লাহ, নুর উদ্দিন, ছাত্রনেতা মুহিবুল্লাহ হোসাইনীসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা।
আরও পড়ুন
ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আবদুল মান্নান বলেন, আজ্ঞাবহ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল বাতিল করে সবার আগে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করতে হবে। আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশের মানুষকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী এ দেশকে স্বৈরাচারের কবল থেকে মুক্ত করে জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করে ছাড়বে।
এছাড়াও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা রাজধানীর শনির আখড়া, সবুজবাগ, ডেমরা, লালবাগ ও হাজারীবাগে সড়ক অবরোধ করেছেন।
জেইউ/এসএসএইচ